Skip to main content

Class 6 Math Book Solve (Anupat o Somanupat) Q.N. 1 to 12




1.(a) আমার বন্ধু জয়িতার ওজন ও জয়িতার উচ্চতা ।

উত্তর : অনুপাত টি সম্ভব নয় কারণ দুটি আলাদা একক -এর অনুপাত সম্ভব নয় ।

(b) এ মাসে আমি কতদিন স্কুল এ গেছি ও আমার বন্ধু জাহির কতদিন স্কুল গেছে ।

উত্তর : এ ক্ষেত্রে দুটির এ একক সমান তাই এটির অনুপাত সম্ভব ।

(c) আমার কাছে কত টাকা ছিল র কত টাকা খরচ করেছি ।

উত্তর: একক দুটির ক্ষেত্রে সমান তাই অনুপাত টি সম্ভব ।

(d ) আমার বোতলে কত লিটার জল আছে ও সেই জল এর তাপমাত্রা ।

উত্তর: জলের পরিমান ও তাপমাত্রা দুটির একক আলাদা তাই অনুপাত টি সম্ভব নয় ।

(e ) আমি আজ সারাদিন এ কতক্ষন খেলেছি ও আমার ভাই কতক্ষন খেলেছে ।

উত্তর: এই ক্ষেত্রে অনুপাত টি সম্ভব ।

২. নিচের রাশিগুলির অনুপাতে প্রকাশ করি ও গুরু অনুপাত নাকি লঘু অনুপাত লিখি ।

(১) 1০ কিগ্ৰা  ও 15 কিগ্ৰা
 
=   10: 15

=   2:3
 
উত্তর : লঘু অনুপাত ।

(২) 27 টি  ও  18টি 

= 27: 18

= 9:6

=3: 2

উত্তর: গুরু অনুপাত ।

(৩) 30 টাকা  ও  22.50 টাকা 

30 টাকা = 30*100 পয়সা = 3000 পয়সা 
22.50 টাকা = 22.50*100= 2250 পয়সা 

3000:2250
=300:225
=60:45
=12:9
=4:3

উত্তর : গুরু অনুপাত ।

(৪) 4.9লিটার ও 8.4 লিটার

4.9 :8.4
=49 : 84  
=7: 12

উত্তর: লঘু অনুপাত ।

(৫)52 মিটার ও 78 মিটার 

=52:78
=26:39
=2:3

উত্তর: লঘু অনুপাত 

(৬) 1 ঘন্টা 24 মিনিট  ও 6 ঘন্টা 18 মিনিট 

1 ঘন্টা 24 মিনিট                                  6 ঘন্টা 18 মিনিট
*60                                                   *60
--------                                           --------  
  60 মিনিট                                     360 মিনিট  
+24                                                +18
-------                                            -------
84 মিনিট                                       378 মিনিট

 1 ঘন্টা 24 মিনিট : 6 ঘন্টা 18 মিনিট
=  84 : 378
=  42: 189
=  14: 63
=  2:9

উত্তর: লঘু অনুপাত |

3. 2 মিটার লম্বা বাঁশের দৈর্ঘ্য 75 সেন্টিমিটার দৈর্ঘ্য-এ লাল রং দিলাম । বাঁশের বাকি  দৈর্ঘ্য-এ সাদা রং দিলাম ।

(i ) বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশে লাল রং দেওযা দৈর্ঘ্যের অনুপাত  লিখি ।

উত্তর :  মোট দৈর্ঘ্য  2 মিটার = 2*1০০ সেমি = 2০০ সেমি ।

  200:75
=40:15
=8:3

(ii) বাঁশের মোট দৈর্ঘ্য ও বাঁশে সাদা রং দেয়া দৈর্ঘ্যের অনুপাত লিখি ।

সাদা রং দেয়া হয়েছে (200-75)= 125 সেমি ।

 সুতরা  200: 125
= 40:25
= 8:5

(iii ) বাঁশে লাল রং দেয়া দৈর্ঘ্য ও সাদা রং দেয়া দৈর্ঘ্য -এর অনুপাত  লিখি ।

 75: 125
=3:5

4. আমার ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 7:5 |আমার ঘরের পরিসীমা ওই অনুপাত -এ কি কি হতে পারে , চারটি লিখি ।

উত্তরঃ   দৈর্ঘ্য: প্রস্থ = 7:5
ঘরের  পরিসীমা  
২(দৈর্ঘ্য+ প্রস্থ) =2(7*1+5*1)= 2*12 একক = 24 একক
২(দৈর্ঘ্য+ প্রস্থ) =2(7*2+5*2)= 2*24 একক = 48 একক
২(দৈর্ঘ্য+ প্রস্থ) =2(7*3+5*3)= 2*36 একক = 72 একক
২(দৈর্ঘ্য+ প্রস্থ) =2(7*4+5*4)= 2*48 একক = 96 একক 

5.আমার কাছে 26টি স্ট্যাম্প আছে । আমি ও মিতা 8:5 অনুপাতে স্ট্যাম্পগুলি ভাগ করে নেবো । হিসাব করে দেখি আমি আর মিতা প্রত্যেক-এ কতগুলি করে স্ট্যাম্প নেবে ।

উত্তরঃ  আমি : মিতা 
=  8/(8+5): 5/(8+5)
= 8/13 : 5/13

আমি পাবো = 26*8/13 =16 টি 
মিতা  পাবে =  26*5/13= 10 টি 

6. আমার পড়ার বই ও গল্পের বই-এর  অনুপাত  4:3 ; পড়ার  বই 28টি হলে গল্পের বই এর সংখ্যা কত হিসাব করি ও মোট বই কত হিসাব করি ।

উত্তর:   পড়ার বই : গল্পের বই = 4:3
গল্পের বইয়ের সংখ্যা = (28*3)/4 =21 টি 
মোট বইয়ের সংখ্যা = (28+21)= 49 টি        

7. একধরণের গহনায় সোনা ও রুপা 4:7 অনুপাত-এ মেশানো আছে । এইরকম গহনায় 357মিলিগ্রাম রুপার সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে হিসাব করি ।

উত্তরঃ  সোনা : রুপা 
= 4:7
 সোনা মেশানো হয়েছে = (4*357)/7 = 204 মিলিগ্রাম 

8. সমবাহু ত্রিভুজের তিনটি কোনের অনুপাত লিখি ।

উত্তরঃ ত্ৰিভুজের তিনটি কোনের সমষ্টি 180 ডিগ্রী 

তাহলে তিনটির প্রত্যেকটির মান হবে 60 ডিগ্রী ।

সুতরাং  60:60:60 = 1:1:1

9. সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটি কোনের অনুপাত লিখি ।

উত্তরঃ 90:45:45= 2:1:1 

10. 210 টাকা  ফাতেমা ও শাকিলের মধ্যে 3:4 অনুপাতে ভাগ করে দেয়ার চেষ্টা করি । কাকে কত টাকা দেব হিসাব করি ।

উত্তরঃ 3:4 = 3/(3+4) : 4/(3+4)= 3/7 : 4/7

210 টাকার মধ্যে ফাতেমা পাবে = 210*(3/7)= 30*3= 90টাকা 
শাকিল পাবে = 210*(4/7)= 30*4= 120টাকা 

11. মোহিত একটা দোকান থেকে 18টাকায় 6টি কলা কিনে আনলো । কিন্তু রাজু দোকান থেকে 2 ডজন কলা 72 টাকায় কিনল । অনুপাতে   করে  দেখি ।

উত্তরঃ  টাকার অনুপাত = 18:72 =9:36 =3:12 =1:4
2 ডজন = 2*12 = 24
কলার অনুপাত =  6:24 = 3:12 = 1:4

12. আমাদের স্কুল থেকে আয়েশ ও কামালের বাড়ি  যথাক্রমে 1 কিমি ও  600 মিটার দূরে । আজ আয়েশা  ও কামাল বাড়ি  থেকে  যথাক্রমে 20 মিনিটে ও 12 মিনিটে স্কুলে এসেছে । অনুপাতে প্রকাশ করে দেখি ওরা একই সময়ে না একজন আগে স্কুলে এসেছে ।

উত্তরঃ  সময়ের অনুপাত = 20:12 =10:6 =5:3
দূরত্বের অনুপাত = 1000:600= 10:6 = 5:3


Comments